Cm YojonaGovt Yojona

Employment bank online apply 2022 || Yuvasree Online Apply

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে 2022 এ এমপ্লয়মেন্ট ব্যাংকের অনলাইন শুরু হয়ে গেছে | আগে আগে Employment bank online apply করার পর রিসিভ নিয়ে আপনাকে এম্প্লয়মেন্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হতো কিন্তু বর্তমানে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এখন বর্তমানে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আর যেতে হবে না এখন অনলাইনে ফরম ফিলাপ করে দিলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে |

আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো:-

1. কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন?
2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
3. কিভাবে আবেদন করবেন?
4. আবেদন করার পর কত দিনের মধ্যে আইডি-পাসওয়ার্ড পাবেন?
5. আইডি-পাসওয়ার্ড পাওয়ার পর কি করবেন?

 

1. কারা কারা এর জন্য আবেদন করতে পারবেন?

যারা বর্তমানে শিক্ষিত বেকার তারা এই Employment bank আবেদন করতে পারবেন এবং যারা বর্তমানে কোন কাজ করেন না বা কোন উপার্জন নেই তারা এই এমপ্লয়মেন্ট ব্যাংকে অনলাইনে আবেদন করতে পারবেন |

 

2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Name, Date of Birth – MP Admit Card / MP certificate / Transfer Certificate or Birth Certificate
• Proof of Residence – Ration Card/Voter ID Card/ Passport/ Aadhaar Card
• Caste (other than General) – Caste Certificate
• Physically Challenged – PH Certificate of Govt. Hospital with minimum 40% disability
• Educational Qualification – Marksheets of all Exams passed / Transfer Certificate

 

3. কিভাবে আবেদন করবেন?

Employment bank online apply করার জন্য প্রথমেই এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন – https://employmentbankwb.gov.in/

• তারপর আপনার সমস্ত ডিটেলস বসিয়ে ডকুমেন্টস আপলোড করার পর  Apply করতে হবে।

• কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেখুন 👇👇👇

 

4. আবেদন করার পর কত দিনের মধ্যে আইডি-পাসওয়ার্ড পাবেন?

অনলাইনে আবেদন করার পর ২০ থেকে ৩০ দিনের মধ্যে আপনার আইডি-পাসওয়ার্ড আপনার Email এবং SMS এ পাঠিয়ে দেয়া হবে | কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক মাসের বেশি সময় লেগে যায় সেই জন্য অনলাইনে আবেদন করার পর একটু Wait করবেন | Wait করার পর আপনার মোবাইলে SMS অথবা Email-এ আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে ।

5. আইডি-পাসওয়ার্ড পাওয়ার পর কি করবেন?

আইডি-পাসওয়ার্ড পাওয়ার পর সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন । লগইন করার পর আপনার Bank account Submit করতে হবে এবং করার পর কিছুদিনের মধ্যেই আপনার যুবশ্রী খাতায় নাম উঠে যাবে তারপর কিছুদিনের মধ্যেই আপনার Bank account-এ প্রত্যেক মাসে 1500 টাকা করে আপনি পাবেন ।

• এইভাবে 2022 এর নতুন পদ্ধতির মাধ্যমে Employment Bank অনলাইনে আবেদন করতে পারবেন |

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *