Scholarship

Aikyashree Scholarship Online Apply 2022-23 | Scholarship 2022

Spread the love

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য আর্থিক সহায়তা ও উদ্যোগ বাড়াতে সরকারের তরফ থেকে Aikyashree Scholarship  চালু করা হয়েছে | এই স্কলারশিপের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী তারা এখানে আবেদন করতে পারবেন |

আজ কিছু টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হল : –

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. Eligibility criteria?
3. কিভাবে আবেদন করবেন?
4. আবেদনের শেষ তারিখ কবে?

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Caste certificate
• Income certificate
• Fee receipt of current course year
• Self-attested certificate of previous year’s mark sheet
• Residential Certificate
• Bank account
• Passport size photo Of The applicant

 

Read More –  SBI Scholarship Online Apply 2022

 

2. Eligibility criteria?

Pre-matric scholarship:-

1. পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ |
2. শিক্ষার্থী পারিবারিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে |
3. এই স্কলারশিপের 1100 টাকা থেকে 11000 টাকা পর্যন্ত দেয়া হয় |
4. Last Exam 50% Marks

Post matric scholarship:-

1. পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাধ্যমিক, ITI, ডিপ্লোমা স্নাতক-স্নাতকোত্তর,b.ed ইত্যাদি করতে হবে |
2. স্কলারশিপ এর পরিমান :-10200 – 15200 টাকা বছরে দেওয়া হবে |
3. শিক্ষার্থী পারিবারিক আয় 2 লক্ষ টাকার মধ্যে হতে হবে |
4. Last Exam 50% Marks

Merit-cum-means Scholarship:-

1. পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণী থেকে XI, XII, UG, PG, M.A, B.ED, পাঠরত ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ |
2. শিক্ষার্থী পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে |
3. Last Exam 60% Marks
4. স্কলারশিপ এর পরিমান :-10000 – 30000 টাকা বছরে দেওয়া হবে |

 

Read More – Oasis Scholarship Online Apply 2022-23 

 

3. কিভাবে আবেদন করবেন?

GO To Official Website – http://wbmdfcscholarship.org/

কিভাবে  Online Apply করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া আছে 👇👇👇

4. আবেদনের শেষ তারিখ কবে?

Last Date – 31 Oct 2022

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *