How Many Sim Register On my Aadhaar | TAF-COP portal

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব গভারমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু জারি করা হয়েছে । যেখানে আপনি চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডে কতগুলি sim নিয়েছেন এবং যেই সিম গুলি আপনি use করছেন না বা সেগুলো আপনার সিম না সেই নম্বর গুলি আপনাকে delete করতে হবে |

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. আধারে কতগুলি সিম নিয়েছেন কিভাবে চেক করবেন?

2. কিভাবে নাম্বার delete করবেন?

3. যদি নাম্বার না Delete করেন কি সমস্যা হবে?

4. কত দিনের মধ্যে নাম্বার Delete হয়ে যাবে?

 

 

1. আধারে কতগুলি সিম নিয়েছেন কিভাবে চেক করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://tafcop.dgtelecom.gov.in/

• বর্তমানে আপনি যেই নাম্বারটা Use করছেন সেই নাম্বারটা বসিয়ে দেবেন |

• তারপর Sent OTP বাটনে ক্লিক করবেন । তারপর আপনার মোবাইলে OTP আসবে সেই OTP বসিয়ে Validate অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনি কতগুলি সিম ইউজ করছেন বা আপনার নামে কতগুলি সিম আছে সবগুলো সব Show হয়ে যাবে ।

• এরমধ্যে আপনি যেই সিমটা বর্তমানে বন্ধ করে দিয়েছেন অথবা ইউজ করছেন না সেই নাম্বারটা সিলেট করে এখানে রিপোর্ট অপশনে ক্লিক করবেন ।

• তারপরে ১০ থেকে 15 দিনের মধ্যে আপনার সেই নাম্বারটা delete হয়ে যাবে |

 

Read More – Digilocker New Portal 2022

2. কিভাবে নাম্বার delete করবেন?

• আপনার নামে কতগুলি সিম আছে সবগুলি নাম্বার এখানে show হয়ে যাবে |

• এর মধ্যেই যেই নাম্বারটা আপনার নাম্বার না সেটা ঠিক মারবেন এবং This is not my number অপশন সিলেক্ট করবেন এবং যেই নাম্বারটা আপনার কিন্তু বর্তমানে use করছেন না সেটা not required অপশন select করবেন |

• তারপর Report অপশনে ক্লিক করবেন |

• তারপর সেই নাম্বারটা delete হয়ে যাবে |

 

3. যদি নাম্বার না Delete করেন কি সমস্যা হবে?

যেই নাম্বারটা আপনার না অথবা যেই নাম্বারটা বর্তমানে use করছেন না সেই নাম্বারটা যদি ডিলিট না করেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন | কারণ আপনি জানেন যে 6 থেকে 7 মাসের মধ্যে যদি আপনি যেই sim ইউজ করছেন না সেই সিম টা কিন্তু কোম্পানির তরফ থেকে অন্য কাউকেই সেই নাম্বারটা দিয়ে দেওয়া হয় । সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে সেই জন্য যে নাম্বারটা use করছেন না বা যে নাম্বার টা বন্ধ হয়ে গেছে সেই নাম্বারটা এখান থেকে আপনি delete কিন্তু করে দেবেন |

Report করার পর 10 থেকে 15 দিনের মধ্যেই নাম্বারটা কিন্তু এখান থেকে delete হয়ে যাবে।

 

Read More – FREE Govt Computer Certificate Download 

4. কত দিনের মধ্যে নাম্বার Delete হয়ে যাবে?

তো এইভাবে আপনি যে নাম্বারটা আপনার না অথবা যেই নাম্বারটা বর্তমানে use করছেন না যে sim নাম্বার টা বন্ধ হয়ে গেছে সেই নাম্বারটা এইভাবে আপনি delete করতে পারেন |

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *