14 লক্ষেরও বেশি Job Card বাতিল হতে চলেছে | Job Card Reject List
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে Job Card সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলব | বর্তমানে কিন্তু 14 লক্ষেরও বেশি Job Card বাতিল হতে চলেছে | যদি আপনার জব কার্ড বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি জব কার্ডে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন না এবং সঙ্গে আপনি 100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন না ।
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:
1. Job Card কেন বাতিল করা হয়েছে?
2. যদি বাতিল লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন না?
3. Job Card বাতিল লিস্টে আপনার নাম আছে নাকি কিভাবে চেক করবেন?
4. জব কার্ড পুনরায় চালু করার জন্য কি করবেন?
1. Job Card কেন বাতিল করা হয়েছে?
যে সমস্ত জব কার্ডে বর্তমানে কোন কাজ করা হয়নি অর্থাৎ যে সমস্ত কার্ডে কোন 100 দিনের কাজ হয়নি এবং বিভিন্ন রকম কাজ আছে সেগুলো যেসব জব কার্ডের কাজ করা হয়নি সেসব Job Card গুলি বাতিল করে দেওয়া হচ্ছে ।
2. যদি বাতিল লিস্টে আপনার নাম থাকে তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন না?
যদি জব কার্ডে বাতিল লিস্টে আপনার নাম থাকলে তাহলে আপনি জব করে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন- আপনি জব কার্ডে 100 দিনের কাজ পাবেন না, এছাড়াও Job Card বিভিন্ন রকম টাকা দেওয়া হয় সেগুলো আপনি পাবেন না এবং সঙ্গে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন না যদি আপনার জব কার্ড টি বাতিল হয়ে যায় ।
Read More – ধান বিক্রির অনলাইন আবেদন
3. Job Card বাতিল লিস্টে আপনার নাম আছে নাকি কিভাবে চেক করবেন?
• প্রথমে এই অফিসের ওয়েবসাইটে ভিজিট করবেন- https://nrega.nic.in/
• তারপর Report অপশনে ক্লিক করবেন |
• তারপরে Year এবং State Select করবেন |
• তারপর Jobcard not Issued অপশনে ক্লিক করবেন |
• তারপর আপনার District, Block, Panchayat সিলেট করবেন
• তারপর আপনার সামনে পুরো List Show হয়ে যাবে |
Read More – Amar Karma Disha Portal Start 2022
4. জব কার্ড পুনরায় চালু করার জন্য কি করবেন?
প্রথমে আপনাকে জব কার্ডের জেরক্স এবং আপনার আধার কার্ডের জেরক্স এবং আপনার ভোটার কার্ডের জেরক্স নিয়ে আপনাকে ব্লক অফিসে অথবা বিডিও অফিসে কিন্তু আপনাকে যেতে হবে | সেখানে গিয়ে তাদের সঙ্গে কন্টাক করবেন এবং সমস্ত ডকুমেন্ট সেখানে জমা করে দিয়ে আসলেই কিছুদিনের মধ্যেই আপনার জব কার্ড পুনরায় চালু হয়ে যাবে |
এইভাবে অনলাইনে জব কার্ডের বাতিল লিস্ট চেক করতে পারবেন যে আপনার নামটি এই বাতিল লিস্টে আছে নাকি ।