PGRS New Portal 2023 | West Bengal New Portal
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে নতুন একটি পোর্টাল জারি করা হয়েছে । এই PGRS Portal মাধ্যমে আপনি সরকারি বিভিন্ন রকম সার্ভিসের লাভ হতে পারবেন |
আজকের যে টপিক আলোচনা করব সেগুলো হলো :
1. নতুন portal মাধ্যমে আপনি কি কি সার্ভিসের লাভ করতে পারবেন?
2. কিভাবে রেজিস্টেশন করবেন?
3. রেজিস্ট্রেশন করতে গেলে কত টাকা ফি লাগবে?
1. নতুন portal মাধ্যমে আপনি কি কি সার্ভিসের লাভ করতে পারবেন?
এই portal মাধ্যমে সরকারি বিভিন্ন সার্ভিস যেমন- প্রধানমন্ত্রী আবাস যোজনা ,জব কার্ড , Trade License and সরকারি বিভিন্ন সার্ভিসের আপনি লাভ হতে পারবেন এই portal মাধ্যমে |
এক কথা বলতে গেলে এই PGRS Portal মাধ্যমে সমস্ত সার্ভিসের আপনি কিন্তু যে কোন রকম সমস্যার সমাধান করতে পারবেন ।
এবং 6-7 দিনের মধ্যে মধ্যে সেই সমস্যা সমাধান হয়ে যাবে ।
2. কিভাবে রেজিস্টেশন করবেন?
• First এই পোর্টালে visit করবেন –https://prdgrievance.in/
• তারপরে Registration Option Click করবেন |
• next আপনার সমস্ত details বসিয়ে রেজিস্ট্রেশন করবেন |
• Next Citizen Login অপশনে Click করবেন ।
3. রেজিস্ট্রেশন করতে গেলে কত টাকা ফি লাগবে?
রেজিস্ট্রেশন করার জন্য আপনার এক পয়সা খরচ হবে না । সম্পূর্ণ বিনামূল্যে Registration করতে পারবেন |