Scholarship

Top 5 Scholarship 2022 || top 5 scholarship 2022 in west bengal ||

Spread the love

নমস্কার বন্ধুরা, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা উচ্চ মাধ্যমিক অথবা যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে আজকে পোস্টের মাধ্যমে আপনাদের Top 5 Scholarship 2022 কথা বলবো যেগুলি আপনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ করার পর আবেদন করতে পারবেন |

1.Nabanna Scholarship:

প্রথম যে Scholarship -এর নাম বলবো সেটি হলো নবান্ন স্কলারশিপ | এই স্কলারশিপ west bengal chief minister relief fund এর Nabanna -এর তরফ থেকে আপনাদের দেওয়া হয় |

Eligibility:

•আপনি যদি MP/H.S/UG/PG Examination পাস করেছেন তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• আপনাকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• Min 60% Mark in Last Examination |
• আপনার পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকা কম হতে হবে |

Application Process :

নবান্ন স্কলারশিপের official website – https://wbcmo.gov.in
এই official website থেকে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |

আবেদন কিভাবে করবেন:

এই নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য আপনাকে Application From Print করে নেবেন| Print করে সেটা ফর্ম ফিলাপ করার পর সেই ফর্মের সঙ্গে ডকুমেন্টস Attached করে সেই ফর্ম টি আপনাকে নবান্ন অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে |

Documents :

•Photocopy of admission/tution fee
•Last Exam Marksheet
•Admission Receipt copy
•Bank Account
•Income Certificate from DM/B.D.O/SDO/ Group-A Govt Officer
•Mobile No

এই স্কলারশিপে এ কত টাকা দেবে :

এই নবান্ন স্কলারশিপে প্রত্যেক বছর 10000 হাজার টাকা পর্যন্ত দেবে |

2. Oasis Scholarship (Pre-Matric/Post-Matric):

দ্বিতীয় যে Scholarship -এর নাম বলবো সেটি হচ্ছে Oasis Scholarship | অনেকেই এই স্কলারশিপটি কে Pre-Matric এবং Post-Matric স্কলারশিপ নামে চেনে | এই স্কলারশিপ প্রধানত মেধাবী Student দের জন্য এবং যারা SC/St/OBC Catagory থেকে Belong করে তাদের জন্য এই স্কলারশিপটি govt -এর তরফ দেওয়া হয় |

Eligibility :

• 8th/MP/HS/UG/PG পাশ করেছে তাদের জন্য এই স্কলারশিপটি |
• আপনাকে SC/ST/OBC Catagory থেকে হতে হবে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• আপনাকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে |
• Min 50% Mark in Last Examination
• পরিবারের বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার কম হতে হবে | তবেই আপনি ওয়েসিস স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন |

Documents :

•Photocopy of admission/tution fee
•Last Exam Marksheet
•Admission Receipt copy
•Bank Account
•Income Certificate
•Mobile No

Application Process :

প্রথমে আপনাকে ওয়েসিস স্কলারশিপ এর official website visit করতে হবে – https://oasis.gov.in
তারপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে |

এই স্কলারশিপে এ কত টাকা দেবে :

এই ওয়েসিস স্কলারশিপে প্রত্যেক বছর 5000 থেকে 14 হাজার টাকা পর্যন্ত দেবে |

3. Swami Vivekanand scholarship :

এরপর যে স্কলারশিপের তার নাম বলবো সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ |
অনেকেই এই স্কলারশিপটি কে বিকাশ ভবন স্কলারশিপ নামে চেনে |
এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ State Govt  এর তরফ থেকে দেওয়া হয় মেধাবী Student দের |

Eligibility :

•আপনি যদি MP/H.S/UG/PG Examination পাস করেছেন তাহলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• আপনাকে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• Min 75% Mark in Last Examination |
• আপনার পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে |

Documents :

•Photocopy of admission/tution fee
•Last Exam Marksheet
•Admission Receipt copy
•Bank Account
•Income Certificate
•Mobile No

Application Process :

SVMCM Scholarship official website – https://svmcm.wbhed.gov.in/
এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এই স্কলারশিপের জন্য |

কত টাকা স্কলারশিপ পাবেন :
এই স্কলারশিপে 12000 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন |

4. Freeship scholarship :

এরপরে যে স্কলারশিপের কথা বলবো সেটা হলো Freeship scholarship |

এই Freeship স্কলারশিপটি হলো খুবই popular একটি স্কলারশিপ | যারা বিভিন্ন রকম professional course -এ পড়াশোনা করছে তাদের জন্য এই স্কলারশিপটি |

Eligibility :

•যারা B.E/B.Tech/B.Pharm/B.Arch এইসব করছে পড়ছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন |
• এই স্কলারশিপের আবেদন করতে গেলে আপনার কে ওয়েস্টবেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে |
•Merit rank in State Level/National Level Entrance Examination
•Candidates selected under Tuition Free Waiver (TFW) Scheme of All India Council for Technical Education (AICTE)

Documents :

•Photocopy of admission/tution fee
•Last Exam Marksheet
•Admission Receipt copy
•Bank Account
•Income Certificate
•Mobile No

Application Process :

এই স্কলারশিপের আবেদন করতে গেলে প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটে Visit করবেন-https://wbhed.gov.in/wbfs/

তারপর এই স্কলারশিপের আবেদন করতে গেলে আপনাকে অনলাইন আবেদন করতে হবে |

Benifit :

এই স্কলারশিপের যদি আপনি Eligibile হয়ে যান তাহলে আপনি যেই Course-এ পড়ছেন সেই কোর্সের অ্যাপ্লিকেশন ফি এবং টিউশন ফি সম্পূর্ণ বিনামূল্যে হয়ে যাবে আপনাকে কোনরকম ফি দিতে হবে না|

5. Akyashree Scholarship :

এরপরে যে স্কলারশিপের কথা বলবো সেটা হলো ঐক্যশ্রী স্কলারশিপ | পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয় |

Eligibility :

•আপনাকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় যেমন – মুসলিম, খ্রিষ্টান , শিখ, জৈন এইসব সম্প্রদায় থেকে Belong করতে হবে |
• এই স্কলারশিপের আবেদন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
•Min 50% Mark in Last Examination
• আপনার পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ ৫০ হাজার টাকা কম হতে হবে |

Documents :

•Photocopy of admission/tution fee
•Last Exam Marksheet
•Admission Receipt copy
•Bank Account
•Income Certificate
•Mobile No

Application Process :

ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন করার অফিশিয়াল ওয়েবসাইট-https://wbmdfcscholarship.org/
এই official website-এ গিয়ে আপনাকে অনলাইনে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে |

Benifit :

এই ঐক্যশ্রী স্কলারশিপে আপনি 12000 টাকা থেকে 60000 টাকা পর্যন্ত পেতে পারবেন |

এই ছিল আজকের Top 5 Scholarship | যেটা আপনি মাধ্যমিক , উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাশ করার পর আবেদন করতে পারবেন |

Next


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *