WEBEL DEO(Data Entry Oparator) Recruitment Apply 2022 || WTL
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে WEBEL তে DEO(Data Entry Oparator) পদের জন্যে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন |
আজকে যে Topic নিয়ে আলোচনা করব সেগুলো হল :-
1. আবেদন করতে গেলে কি কি Documents লাগবে ?
2.Eligibility Criteria এবং Age Limit?
4.Selection Process?
5.বেতন ও আবেদনের শেষ তারিখ?
4. WEBEL DEO Data Entry Oparator পদের জন্য কিভাবে আবেদন করবেন?
1. আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে ?
i. Age Proof (Brith Certificate/Admit Card/Madhamik Certificate)
ii. Address Proof (Aadhaar Card/Digital Ration Card)
iii. Employment Registration No & Receipt Copy
iv. Graduate Marksheeet in Both Side (B.A, B.SC, B.COM, B.tech)
v. Computer Certificate (Minimum 6 months course)
vi. Email ID
vii. Mobile No
viii. Applicant Photo & Signature
2.Eligibility Criteria এবং Age Limit?
• আপনাকে যে কোনো Recognized University থেকে Graduation complete করতে হবে | সেটা B.A , B.SC, B.COM, B.TECH হতে পারে |
• Age Limit –01/01/2022 -এ 18-40 বছর হতে হবে |
4.Selection Process?
• আপনার গ্রাজুয়েশনে কত নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনাকে Shortlisted করা হবে এবং Certificate And Marksheet Varification করা হবে |
• Computer Certificate Verification করা হবে এবং Computer Test –(MS WORD, PowerPoint, excel, internet) নেওয়া হবে | এবং মিনিটে 30 Word typing করতে হবে |
• এরপর interview নেওয়া হবে |
এই কয়েকটি Step -এর মাধ্যমে Selection করা হবে |
5.বেতন ও আবেদনের শেষ তারিখ?
• বেতন –13000/- প্রতি মাসে বেতন দেওয়া হবে | Vacancy – 12000 Post
• আবেদন শুরু হয়েছে – 8 July 2022 .
• আবেদনের শেষ তারিখ –17 July 2022 .
4. WEBEL Data Entry Oparator পদের জন্য কিভাবে আবেদন করবেন?
• আবেদন করার জন্য প্রথমে এই Website Visit করবেন –https://deptrecruitment.com/recruitment/recruitment-main
• এখানে আসার পর Applicant Registration অপশনে Click করবেন |
• তারপর আপনার সমস্ত Details বসাবেন যেমন – (Aadhaar No,Employment Registration No, Mobile And Email Id ) বসিয়ে Registration করবেন |
• Registration করার পর User Id(Mobile No) দিয়ে Login করবেন |
• Login করার পর ফর্ম ফিলাপ করতে হবে | এখানে আপনার সমস্ত Details বসিয়ে এবং সমস্ত Documents যেমন–(Aadhar,Marksheet, Cimputer Certificate , Birth Certificate/Admit , Photo, Signature) Upload করে ফর্ম ফিলাপ Complete করতে হবে |
• ফর্ম ফিলাপ Complete হবার পর আপনি Application From Print Out করে নেবেন | এবং Application ফর্মে Registration No আছে সেটা দিয়ে পরে Admit Card Print Out করতে পারবেন |
আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে WEBEL Data Entry Oparator পদের জন্য আবেদন করবেন |