Cm Yojona

Pension Scheme Online Apply 2023 | old age pension scheme

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে বার্ধক্য ভাতা ,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা Pension Scheme অনলাইন আবেদন শুরু হয়ে গেছে | আগে আপনাকে বার্ধক্য , বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আপনাকে পঞ্চায়েতের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হতো | কিন্তু বর্তমানে এটা অনলাইনে মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |

 

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. Pension Scheme আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

2. কারা কারা আবেদন করতে পারবেন?

3. কিভাবে আবেদন করবেন?

4. আবেদন করার পর কি করতে হবে?

5. আবেদন করতে কত টাকা খরচ হবে?

 

1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

• Aadhaar Card
• Bank Account
• Mobile Number
• Email ID
• Disability Certificate ( Only IGNDPS Scheme)

 

2. কারা কারা আবেদন করতে পারবেন?

i) IGDOS : যারা পঙ্গু তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |

ii) IGNOAPS : যাদের বয়স 60 বছরের উর্ধ্বে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |

iii) IGNWPS : যারা বর্তমানে বিধবা তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |

IV) NFBS : যাদের পরিবারের যে ইনকাম করে সে যদি মারা যান তাহলে এই স্কীমের জন্য আবেদন করতে পারবে ।

 

Read More – Digilocker New Portal 2022

3. কিভাবে আবেদন করবেন?

•  প্রথমে এই অ্যাপটি ডাউনলোড করবেন- Click Here 

• তারপর অ্যাপটি করার পর Apply Online এ ক্লিক করবেন ।

• এরপর যে স্কিমের জন্য আবেদন করতে চান সেই স্কিমটা এখান থেকে Select করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে |

• কিভাবে অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে নিম্নে ভিডিও দেওয়া রয়েছে 👇👇👇

 

4. আবেদন করার পর কি করতে হবে?

অনলাইন আবেদন করার পর আপনাকে একটি এপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেই Application নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন |

তারপর 15 থেকে 20 দিন পর আপনার অ্যাপ্লিকেশন টা Aproved হয়ে গেলে তারপর আপনি প্রত্যেক মাসে ১০০০ টাকা করে অ্যাকাউন্টে পাবেন |

Read More  Ayushman Bharat Card Apply 2022

5. আবেদন করতে কত টাকা খরচ হবে?

আবেদন করতে এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি বিধবা , বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী,NFBS ভাতার Pension Scheme জন্য আবেদন করতে পারবেন ।

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *