Inter-Caste Marriage Online Apply | Inter-Caste Marriage scheme
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে একটি স্কিমের নাম বলবো সেটি হচ্ছে Inter-Caste Marriage Scheme |এই স্কিম এর মাধ্যমে যারা বিবাহ করেছেন তারা সরকারের তরফ থেকে ৩০ হাজার টাকা সরাসরি ব্যাংকে পেয়ে যাবেন |
আজকের যে টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো হলো :
1. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. কিভাবে আবেদন করবেন?
4. আবেদন করার পর কি করতে হবে?
1. আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
• Aadhaar Card
• Voter Card
• Caste certificate
• PAN Card
• Bank Account
এই কয়েকটি ডকুমেন্টস স্বামী এবং স্ত্রীর উভয়ের লাগবে অনলাইন আবেদনের সময় |
Read More – Krishak Bondhu Aadhaar Link 2022
2. কারা কারা আবেদন করতে পারবেন?
যারা যারা বর্তমানে স্বামী এবং স্ত্রীর মধ্যে কেউ একজন General Caste এবং কেউ একজন SC Caste তারা এই Scheme জন্য আবেদন Inter-Caste Marriage করতে পারবেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোন একজনকে Sc Caste হতে হবে এবং আরেকজনকে General Caste হতে হবে | তবেই এই Scheme জন্য আবেদন করতে পারবেন |
3. কিভাবে আবেদন করবেন?
• প্রথমে এই Official Website Visit করবেন- https://anagrasarkalyan.gov.in/ICM/
• তারপর এখানে স্বামী এবং স্ত্রীর সমস্ত Details বসতে হবে | যেমন তাদের নাম ,এবং তাদের Aadhar নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, প্যান কার্ড নম্বর বসিয়ে এখানে আবেদন করতে হবে।
• এবং তারপর স্বামী এবং স্ত্রীর ব্যাংক details বসিয়ে সমস্ত ডকুমেন্টস আপলোড করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে।
Read More – Amar Karma Disha Portal Start 2022
4. আবেদন করার পর কি করতে হবে?
অনলাইন আবেদন করার পর আপনি একটি রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে । সেই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ।
এবং সেই রেজিস্ট্রেশন কপি এবং স্বামী ও স্ত্রীর সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে B.D.O অফিসে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে। তারপর সমস্ত ভেরিফাই করে নেয়ার পর তারপর কিছুদিনের পর আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।