Govt New Portal Launch 2024 | Driver Authorization latter Apply
নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টের মাধ্যমে বলব যে বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর তরফ থেকে পোর্টাল লঞ্চ করা হয়েছে যেই পোর্টালের নাম হচ্ছে অনুমোদন পোর্টাল |এই পোর্টালের মাধ্যমে Driver Authorization latter জন্য আবেদন করতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলি হলো:-
1. Driverঅথরাইজ latter কি?
2. কিভাবে আবেদন করবেন?
3. কত টাকা চার্জ লাগবে?
1. Driver Authorization latter কি?
ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে | কিন্তু আপনি গাড়ি চালাতে জানেন না তো সে ক্ষেত্রে আপনি ড্রাইভার রেখেছেন অথবা আপনার গাড়ি আপনার বাবা দাদা অথবা বন্ধু-বান্ধব যদি আপনার গাড়ি চালায় সেক্ষেত্রে তাদের নামে Driver অথরাইজ latter থাকতে হবে না হলে তারা আপনার গাড়ি চালাতে পারবে না |
2. কিভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য প্রথমেই এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন- https://anumodan.wb.gov.in/
তারপর Driver Authorization latter অপশনে ক্লিক করবেন |
তারপর যে owner তার আধার নম্বর এবং তার ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে |
তারপর যার নামে অথরাইজ করবেন যে ড্রাইভার তার সমস্ত details বসে সাবমিট করে ১০০ টাকা পেমেন্ট করে দিলেই আপনার সার্টিফিকেটটা বা লেটারটা ডাউনলোড হয়ে যাবে |
3. কত টাকা চার্জ লাগবে?
অনলাইন আবেদন করার জন্য 100 টাকা খরচ হবে |