Old Age Pension Scheme Online Apply 2025 | old age pension
নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে বার্ধক্য ভাতা ,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা Pension Scheme অনলাইন আবেদন শুরু হয়ে গেছে | আগে আপনাকে বার্ধক্য , বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আপনাকে পঞ্চায়েতের সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হতো | কিন্তু বর্তমানে এটা অনলাইনে মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন |
আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :
1. Pension Scheme আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কারা কারা আবেদন করতে পারবেন?
3. কিভাবে আবেদন করবেন?
4. আবেদন করলে কি কি সুবিধা পাবেন ?
5. স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?
6. আবেদন করতে কত টাকা খরচ হবে?
1. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
i.Aadhaar Card
ii. Bank Account
iii Mobile Number
iv. Email ID
V. Disability Certificate ( Only IGNDPS Scheme)
Vi. Ration card
Vii. Domicile Certificate
Viii. Residential Proof (Voter card/ Electricity Bill/Aadhar Card)
Ix. Age Proof (Birth Certificate issued by the School last attended or Municipal authority or SHO or through Medical Board)
2. কারা কারা আবেদন করতে পারবেন?
i) IGDOS : যারা পঙ্গু তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |
ii) IGNOAPS : যাদের বয়স 60 বছরের উর্ধ্বে তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |
iii) IGNWPS : যারা বর্তমানে বিধবা তারা এই যোজনার জন্য আবেদন করতে পারবেন |
IV) NFBS : যাদের পরিবারের যে ইনকাম করে সে যদি মারা যান তাহলে এই স্কীমের জন্য আবেদন করতে পারবে ।
Read More – Digilocker New Portal 2022
3. কিভাবে আবেদন করবেন?
i. প্রথমে এই umang Portal vist করবেন- Click Here
ii. তারপর আপনি সমস্ত ডিটেইলস বসে রেজিস্ট্রেশন করবেন ।
iii. তারপর সিআইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন ।
iv. তারপর সার্চ করবেন Nsap লিখে । তারপর ইন্দিরা গান্ধী old Age Pension scheme শো হবে।
V. তারপর অ্যাপটি করার পর Apply Online এ ক্লিক করবেন ।
vi. এরপর যে স্কিমের জন্য আবেদন করতে চান সেই স্কিমটা এখান থেকে Select করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে |
4. আবেদন করলে কি কি সুবিধা পাবে ?
এই বৃদ্ধ ভাতা পেনশন স্কিম জন্য মাসে 200 টাকা করে অ্যাকাউন্টে পাবেন ৭৯ বছর পর্যন্ত । তারপরেই 500 টাকা করে পাবে প্রতি মাসে |
5. স্ট্যাটাস কিভাবে চেক করবেন ?
অনলাইন আবেদন করার পর আপনাকে একটি এপ্লিকেশন নাম্বার দেওয়া হবে সেই Application নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন |
তারপর 15 থেকে 20 দিন পর আপনার অ্যাপ্লিকেশন টা Aproved হয়ে যাবে ।
Read More – Ayushman Bharat Card Apply 2022
6. আবেদন করতে কত টাকা খরচ হবে?
আবেদন করতে এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি বিধবা , বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী,NFBS ভাতার Pension Scheme জন্য আবেদন করতে পারবেন ।