Online

WB Labour Card Online Registration Start 2023 | Card benefits

Spread the love

নমস্কার বন্ধুরা, আজকের এই পোস্টর মাধ্যমে আপনাদের বলব যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে Labour Card তৈরি করা হচ্ছে | আপনি যদি একজন লেবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লেবার কার্ড তৈরি করে সরকারি বিভিন্ন কোন সুবিধা পেতে পারবেন |

 

আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো :

1. লেবার কার্ড কাদের জন্য?

2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?

3. কি কি সুবিধা পাবেন?

4. কিভাবে আবেদন করবেন?

5. কত টাকা লাগবে আবেদন করতে?

 

 

1. লেবার কার্ড কাদের জন্য?

• যারা বর্তমানে শ্রমিক তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবে |

• এবং যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবে |

• যারা যারা মিনিমাম তিন মাসের Labour কাজ করেছে তারা এই লেবার কার্ডের জন্য আবেদন করতে পারবে |

 

Read More – E-sharm Card E-kyc Start 2022

 

2. আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে?
1. Age proof – Attested copy of Birth Certificate from Hospital / Nursing Home / Municipality / Panchayat / School Leaving Certificate / Voter Identity Card / Ration Card / Driving License etc.
2. Certificate from Employer / MP / MLA/ Shabhadhipati, Zilla Parishad/ President of Shiliguri Mahakuma Parishad / Municipal Corporation Mayor / Chairman of Boro Committee / Panchayat Samity Pradhan / Municipality Chairman or Vice Chairman / Gram Panchayat Pradhan / Minimum Wage Inspector / Agricultural minimum wages Inspector / Councilor of Darjeeling Gorkha Hill Council / President or Secretary of the Registered Trade Union to which the applicant belongs.
3. Photograph – 1 copy for scanning.
4. 27 Application FROM DownloadClickHere 
3. কি কি সুবিধা পাবেন?

• আপনি যদি লেবার কার্ডটি তৈরি করেন তাল কিন্তু সরকারি বিভিন্ন রকমের বেনিফিট পাবেন |

যেমন – আপনি যদি labour card করেন তাহলে আপনি সরকারের মাধ্যমে বিভিন্ন টাকা পেতে পারবেন |

• আপনার যদি labour card থাকে তাহলে আপনি সরকারের তরফ থেকে ইন্সুরেন্স পেতে পারবেন |

অর্থাৎ যদি যার নামে লেবার card তার যদি কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় যে নমিনি আছে সে insurance টাকা কিন্তু পেয়ে যাবে ।

• এছাড়াও লেবার কার্ডে অনেকরকম বেনিফিট আছে। সেই জন্য যারা যারা শ্রমিক তাদেরকে অবশ্যই লেবার card করা উচিত |

 

4. কিভাবে আবেদন করবেন?

• প্রথমে এই Official Website Visit করবেন – https://edistrict.wb.gov.in/

• তারপর নতুন হয়ে থাকলে new registration অপশনে ক্লিক করে এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন |

• তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে Login করবেন |

• তারপর labour অপশনে ক্লিক করবেন |

• তারপর Building and other Construction Workers’ Beneficiary Registration Process অপশন এ ক্লিক করবেন |

• তারপরে আপনাকে এখানে আবারও সমস্ত details বসিয়ে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে আপনাকে লেবার কার্ডের জন্য আবেদন করতে হবে |

• আবেদন করার পর 7 থেকে 10 দিনের মধ্যে লেবার কার্ড এই অনলাইনে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন |

 

Read More – PM KISAN Registration New Process 2022-23

 

5. কত টাকা লাগবে আবেদন করতে?

• labour card আবেদন করতে মাত্র ৫০ টাকা খরচ হবে |

আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি লেবার কার্ডের জন্য আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা ফি লাগবে আপনাদের বলে দিলাম |

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *