Mutation Online Application 2022 || Mutation Online From Fillup

Spread the love

নমস্কার বন্ধুরা আজকের পোস্টের মাধ্যমে আপনাদের বলব যে আপনার যদি পুরাতন দলিল থাকে সেটাকে কিভাবে অনলাইনের মাধ্যমে রেকর্ড ট্রান্সফার করবেন । অনলাইনে রেকর্ডে ট্রানস্ফার করতে গেলে আপনাকে Mutation জন্য আবেদন করতে হবে । মিউটেশনের জন্য কিভাবে আবেদন করবেন সেটাই পোষ্টের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো |

আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেগুলো হলো:-

1. Mutation করতে কি কি ডকুমেন্টস লাগবে?
2. কিভাবে আবেদন করবেন?
3. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?
4. মিউটেশন এর জন্য কিভাবে পেমেন্ট করবেন?
5. কত দিনের মধ্যে রেকর্ড হবে?

 

1. Mutationকরতে কি কি ডকুমেন্টস লাগবে?

Mutation in case of sale of a property

The respective documents are needed to be enclosed in the village office for mutating a property.

  • Application for Mutation with a stamp affixed
  • Registration deeds (Both current & previous)
  • Sale deeds
  • Affidavit on stamp paper of requisite value
  • Receipt of up-to-date property tax payment
  • Ration Card
  • Aadhaar Card

 Mutation in case of Will or Inheritance

  • Death certificate
  • Copy of Succession Certificate
  • Affidavit on stamp paper
  • Receipt of up-to-date property tax payment in case of Power of Attorney
  • Copy of Power of Attorney
  • Application for Mutation with a stamp affixed
  • Registration deeds (Both current & previous)
  • Sale deeds
  • Affidavit on stamp paper of requisite value
  • Receipt of current property tax payment
  • Ration Card
  • Aadhaar Card

Read More – Disability Certificate Online Apply 2022

2. কিভাবে আবেদন করবেন?

• প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন – https://banglarbhumi.gov.in/

• তারপর Register অপশন এ ক্লিক করে আপনার নাম আপনার Date of birth, আপনার Email ID এবং মোবাইল নাম্বার বসিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন ।

• রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে Login করবেন |

• তারপর Citizen অপশনে ক্লিক করবেন |

• তারপর Online Mutation অপশন এ ক্লিক করবেন |

• তারপর আপনার সমস্ত Details বসাতে হবে এবং যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন অথবা Gift পেয়েছেন তার details বসাতে হবে |

• এবং তার পরে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে উপরের ডকুমেন্টগুলো কথা বললাম সেই ডকুমেন্টগুলো আপলোড করবেন |

• তারপর সাবমিট করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন টা Submit হয়ে যাবে | এরপর আপনাকে একটা Application Number প্রোভাইড করবে |

• এরপরেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন |

 

3. কিভাবে স্ট্যাটাস চেক করবেন?

• প্রথমে Home Option-এ নিয়ে যাবেন ।

• তারপর Mutation Status অপশনে ক্লিক করবেন |

• তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন ।

 

Read More – Birth Certificate Online Apply 2022

 

4. মিউটেশন এর জন্য কিভাবে Payment করবেন?

• প্রথমে পুনরায় Home অপশনে যাবেন |

• তারপর Citizen অপশনে ক্লিক করবেন |

• তারপর অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে Application নাম্বার বসিয়ে আপনি পেমেন্টটা করে দেবেন ।
সেখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেখানে Show হবে এবং আপনাকে সেই টাকাটা পেমেন্ট করে দিতে হবে |

• পেমেন্ট করার পর আপনাকে Case Id Receipt Copy Provide করবে।

 

5. কত দিনের মধ্যে রেকর্ড হবে?

• পেমেন্ট করে দেয়ার পর সেই Case id রিসিভ কপি এবং আপনি যে Application করেছেন তা রিসিভ কপি সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে রেজিস্ট্রার অফিসে গিয়ে জমা করে দিয়ে আসতে হবে |

• অফিসে জমা করে দিয়ে আসার পর ৩ মাসের মধ্যে আপনার যে দলিল থেকে রেকর্ড ট্রান্সফার হয়ে যাবে ।

• তখন Case নাম্বারটা দিয়ে আপনি এখানে অনলাইনে রেকর্ড ডাউনলোড করতে পারবেন ।

• এইভাবে অনলাইনে Mutation জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইনে রেকর্ড টি ডাউনলোড করতে পারবেন ।

 

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *